Wellcome to National Portal
উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৪

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ষ্পেশাল এ্যাফেয়ার্স বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর স্মারক নং-ষ্পেঃএ্যাঃবিঃ(প্রঃ-১)-১(ঞ)/৯৫(অংশ-১)/১৮৫, তাং- ৮/৪/১৯৯৭খি. মোতাবেক ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শরণার্থী শিবির হতে বাংলাদেশী উপজাতীয় শরণার্থীর দেশে প্রত্যাবর্তন ও পুনর্বাসন সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও তাদের পুনর্বাসন তথা সরকার ঘোষিত ২০(বিশ) দফা প্যাকেজ সুবিধা বাস্তবায়নে সহায়তা ও পর্যবেক্ষণকল্পে সরকার ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স গঠন করে। পরবর্তীতে বেশ কয়েক বার পুনর্গঠনের পর সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন নং-২৯.০০.০০০০.২২৩.১৮.০৪.১৭-১৯০, তাং-১০/১২/২০১৭খ্রি.মূলে জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি (প্রতিমন্ত্রী পদমর্যাদায়)-কে চেয়ারম্যান করে এ টাস্কফোর্স পুনর্গঠন করা হয়।তিনি বিগত ২৭/১১/২০২৩খ্রি. তারিখে টাস্কফোর্স চেয়াম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদায়) পদ থেকে পদত্যাগ করেন।